নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নোভেল করোনাভাইরাসের মহামারির সময়সহ দেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবার উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি গাইবান্ধার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় ভবিষ্যতেও মানবিক সকল কাজের সাথে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গিকারাবদ্ধ।
উল্লেখ্য, গত বছর জামালপুরের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশেও ছিল এনআরবিসি ব্যাংক।